স্টাফ রিপোর্টার:
দেশব্যাপী করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় ঢাকার সঙ্গে সারাদেশের সড়ক ও নৌ যোগাযোগ বিচ্ছিন্ন। মঙ্গলবার (২২ জুন) মধ্যরাত থেকে রেল যোগাযোগও বিচ্ছিন্ন থাকবে। তাই রাজধানীর সঙ্গে একমাত্র যোগাযোগের মাধ্যম এখন আকাশপথ। সড়ক, নৌ ও রেলপথ বন্ধ থাকলেও বিমান চালু থাকবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘এখনও পর্যন্ত ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা আরেকটু সময় নেব। বিমান চলাচল অব্যাহত রাখা হলেও সাবধানতা অবলম্বন করা হচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা বিমানবন্দরগুলিতে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলছি। কোনো অসুস্থ যাত্রীকে আমরা ফ্লাইটে চলাচলের অনুমতি দিচ্ছি না। তাছাড়া আমাদের প্রবাসী কর্মীদের বিদেশে তাদের কর্মস্থলে যোগ দেওয়ার বিষয়গুলো রয়েছে। এখন সব দিক বন্ধ করে দিলে তারা সমস্যায় পড়বেন। তাই আপাতত এই একটি পথ তাদের জন্য খোলা রাখা হয়েছে। আমরা এয়ারলাইন্সগুলিকে ফ্লাইটে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছি।’
উল্লেখ্য, সোমবার (২১ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি বৈঠকে দেশের সাত জেলা লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। গভীর রাত থেকে ঢাকার সঙ্গে সারা দেশের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এর আগে ঢাকা থেকে দূরপাল্লার সব বাস বন্ধের সিন্ধান্তের কথা জানিয়ে দেয় মালিক সমিতি। পাশাপাশি রেল মন্ত্রণালয় থেকে জানানো হয়, লকডাউন ঘোষিত এলাকায় কোনো রেল থামবে না। মঙ্গলবার মধ্যরাত থেকে রাজধানীর সঙ্গে সারা দেশের সবধরনের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করেছেন রেলের মহাপরিচালক।
সেরা টিভি/আকিব