স্টাফ রিপোর্টার:
মুঠোফোনে জীবননাশের হুমকি পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেন সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। নিরাপত্তা চেয়ে মঙ্গলবার (২২ জুন) রাতে নগরীর মোহাম্মদপুর থানায় জিডি করেন তিনি। এসব তথ্য নিশ্চিত করেছেন তৌসিফ আহমেদ নিজেই।
জিডির কপি থেকে জানা যায়, সোমবার (২১ জুন) দিবাগত রাত সাড়ে ১১টায় তৌসিফের বাসার কাছে ১০-১২জন ছেলে একটি ছেলেকে মারধর করছিল। তা দেখে এর প্রতিবাদ করেন এই শিল্পী। ছেলেটিকে উদ্ধার করে তার চিকিৎসাও করান। আর এজন্য তৌসিফকে হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তৌসিফ।
তৌসিফ আহমেদ বলেন—‘এদিন রাত ১২টার দিকে আরিফ নামে একজন আমাকে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করে। শুধু তাই নয়, আমার হাত-পায়ের রগ কেটে হত্যা করার হুমকি দেন। আমাকে মেরে ফেলতে তার যত টাকা খরচ হোক তা-ও তিনি খরচ করবেন বলে জানান। শুধু তাই নয়, প্রশাসন নাকি তার পকেটে, তিনি যা চাইবেন তাই হবে বলেও জানান।’
গত ঈদুল ফিতরে সর্বশেষ মুক্তি পায় তৌসিফের গান। এটি জি-সিরিজের ব্যানারে মুক্তি পেয়েছিল। ঈদুল আজহায় তার নতুন গান মুক্তির কথা রয়েছে। গানের পাশাপাশি নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী।
সেরা টিভি/আকিব