করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি হবে গোপালগঞ্জে - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি হবে গোপালগঞ্জে - Shera TV
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন

করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি হবে গোপালগঞ্জে

সেরা টিভি
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, গোপালগঞ্জে তৈরি হবে করোনার ভ্যাকসিন। ভ্যাকসিন তৈরির বিষয়টি আমরা অনেক আগ্রহের সাথে গ্রহণ করেছি। তিনি বলেন, ভ্যাকসিন তৈরির ব্যাপারে প্রধানমন্ত্রীরও আগ্রহ রয়েছে। দেশি-বিদেশী এক্সপার্টদের সাথে আমরা ইতিমধ্যে কয়েকটি সভা করেছি। এক্সপার্টদের প্রজেক্ট প্রোফাইল তৈরির ব্যাপারে বলা হয়েছে।

আজ শনিবার (২৬শে জুন) বেলা ৩টার দিকে মানিকগঞ্জের গড়পাড়ায় তার নিজ বাসভবনে সাংবাদিকাদের এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউন নয়, টিকা নির্ভরশীল হতে চায় বাংলাদেশ। এজন্য দেশে টিকা উৎপাদনের কারখানা হবে গোপালগঞ্জে। গোপালগঞ্জে যে ওষুধ কারখানা আছে অথবা তার পাশেই ভ্যাকসিন তৈরির পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই চীনের টিকাও চলে আসবে এবং টিকাদান কার্যক্রম বাড়বে। এর মধ্যে লকডাউন কার্যকর হলে এবং সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চললে খুব দ্রুতই করেনা প্রতিরোধ করা সম্ভব হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে তিন কোটি টিকা কেনার চুক্তি হলেও এখন পর্যন্ত ১ কোটি টিকা পাওয়া গেছে। আর চীনের সঙ্গে দেড় কোটি টিকার চুক্তি ছাড়াও কোভ্যাক্স থেকে ছয় কোটি টিকা বুকিং দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, সব প্রতিশ্রুতি রক্ষা হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ১১ কোটি মানুষ টিকার আওতায় আসবে বলে আশা করছি।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360