আন্তর্জাতিক ডেস্ক:
ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। আর সেই আগুন নেভানোর জন্য যে ফেডারেল ফান্ডের ব্যবস্থা চলছে সেটি আটকে দেওয়ার হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির।
ট্রাম্পের সঙ্গে দীর্ঘদিন বিরোধ চলছে রাজ্য গভর্নরের। টুইটে একে-অপরকে নানা সময়ে আক্রমণও করেছেন তারা। ট্রাম্পের ক্ষোভ মূলত সেখানেই। কয়েক সপ্তাহ ধরে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ১ লাখ একর এলাকা দাবানলে ছাই হয়ে গেছে। গৃহহীন হয়েছেন হাজার হাজার মানুষ।
ট্রাম্পের অভিযোগ, ডেমোক্রেটিক গভর্নর গ্যাভিন নিউজম বন রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেননি।
ট্রাম্প টুইটে লিখেছেন, ‘বন রক্ষার জন্য তিনি ভয়ংকর পদক্ষেপ নিয়েছেন।’
নিউজম আবার অনেক আগে থেকে ট্রাম্পের সমালোচক। জলবায়ু পরিবর্তন ঠেকানোর জন্য পদক্ষেপ না নেওয়ায় প্রায়ই তিনি ট্রাম্পকে নিয়ে কথা বলেন।
তিনি টুইটে লিখেছেন, ‘ট্রাম্প জলবায়ু পরিবর্তনে বিশ্বাস করেন না। আলোচনায় আসতেই চান না।’