গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে ১০৪ জনের মৃত্যু - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে ১০৪ জনের মৃত্যু - Shera TV
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০২:৩২ অপরাহ্ন

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে ১০৪ জনের মৃত্যু

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার:

দেশে গেল ২৪ ঘন্টায় ৮ হাজার ৩৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

গেল ২৪ ঘন্টায় দেশের ৫৬৪টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ৩৫ হাজার ৫৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৮ হাজার ৩৬৪ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৮ লাখ ৯৬ হাজার ৭৭০ জনে। দেশের করোনা শনাক্তের পর একদিনে করোনা শনাক্তের এটিই সর্বোচ্চ সংখ্যা। এছাড়া গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে নতুন করে আরও ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ১৪ হাজার ২৭৬ জনে দাঁড়ালো। সোমবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা দেশে শনাক্তের ৪৭৮তম দিনে এসে নমুনা পরীক্ষা বিবেচনায় দৈনিক করোনা শনাক্তের হার ২৩.৮৬ শতাংশ। আর এ পর্যন্ত দেশে করোনা শনাক্তের হার ১৩.৭১ শতাংশ। এছাড়া গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৭০ জন। সে হিসেবে গত ২৪ ঘন্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০.০৬ শতাংশ। আর এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থতার সংখ্যা ৮ লাখ ৭ হাজার ৬৭৩ জন।

এদিকে, গেল ২৪ ঘন্টায় মৃত্যু হওয়া ১০৪ জনের মধ্যে ৬৮ জন পুরুষ এবং ৩৬ জন নারী। দেশে শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৯ শতাংশ বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত মৃত্যু হওয়া ১৪ হাজার ১৭২ জনের মধ্যে ১০ হাজার ১৮৬ জন পুরুষ এবং ৪ হাজার ৯০ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী শুধুমাত্র খুলনা বিভাগেই মৃত্যু হয়েছে ৩৫ জনের, ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৯ জন, রংপুর বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে ৭ জন, ময়মনসিংহে ৩ জন এবং বরিশালে ২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, করোনা আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৪০ হাজার ৭৪৪ জনের। বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ১৮ কোটি ১৯ লাখ ৪৬ হাজার ছাড়িয়েছে। বিপরীতে সারা বিশ্বে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে ১৬ কোটি ৬৪ লাখ ৪৮ হাজারের বেশি মানুষ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন করোনায় একজনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

করোনায় মৃত্যুহার শুরুতে বৃদ্ধি পাওয়ার পর অনেকটাই কমে এসেছিলো। তবে, দেশে করোনায় দ্বিতীয় ঢেউয়ে আবারো বাড়তে শুরু করে শনাক্ত ও মৃতের সংখ্যা।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360