স্টাফ রিপোর্টার:
কঠোর বিধিনিষেধ চলাকালে মোটরসাইকেলে চালক ছাড়া অন্য আরোহী বহন না করার নির্দেশনা দিয়েছে ডিএমপি। মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ চলাকালে মোটরসাইকেলে চালক ছাড়া অন্য আরোহী বহন করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রেপলিটন পুলিশ-ডিএমপি। ডিএমপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে লকডাউনের মধ্যে মোটরসাইকেলে চালকের সাথে পরিচিত ব্যক্তি রাইড শেয়ার করছে। অথবা কেউ কেউ পেশাগত কারণেও রাইড শেয়ার করছেন। যার ফলে একই ব্যবহৃত হেলমেট বারবার বিভিন্ন মানুষজন ব্যবহার করছে। এতে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি বাড়ছে।
এ অবস্থায় করোনাভাইরাসের দ্বিতীয় ওয়েভের এই ঊর্ধ্বমুখী সংক্রমণের সময়ে বর্তমান পরিস্থিতি বিবেচনায় জরুরি প্রয়োজনে রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ চালক ব্যতীত অন্য আরোহী নিয়ে মোটরসাইকেলে চলাচলে নিরুৎসাহিত করছে। একইসঙ্গে, খুব জরুরি প্রয়োজনে বাইরে বের হলে স্বাস্থ্যবিধি মেনে রিকশায় যাতায়াতের জন্য অনুরোধ করা হয়েছে ডিএমপির পক্ষ থেকে।
প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ রোধে জারি করা বিধিনিষেধের প্রথম দিন ছিলো আজ সোমবার। সীমিত পরিসরের বিধিনিষেধে বন্ধ ঘোষণা করা হয়েছে গণপরিবহণ, শপিংমল ও মার্কেট। তবে, খোলা রাখা হয়েছে সরকারি বেসরকারি সকল অফিস। সীমিত পরিসরের বিধিনিষেধের পর ১লা জুলাই থেকে শুরু হবে কঠোর বিধিনিষেধ। ১লা জুলাই শুরু হয়ে ৭ জুলাই পর্যন্ত থাকবে কঠোর বিধিনিষেধ। তবে, পরিস্থিতি বিবেচনায় বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হতে পারে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
বিধিনিষেধ না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। বিধিনিষেধ চলাকালে কেউ ঘরের বাইরে বের হতে পারবে না। এছাড়া এবার কোনও মুভমেন্ট পাস থাকবে না বলেও উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব।
সেরা টিভি/আকিব