স্পোর্টস ডেস্ক:
ইউরো কাপের চ্যাম্পিয়নশিপের রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন। নির্ধারিত ৯০ মিনিটে ৩-৩ সমতা থাকায় ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। অতিরিক্ত সময়ে ক্রোয়েশিয়ার জালে আরো দুই গোল জড়িয়ে ৫-৩ গোলে জিতে সেরা আটে খেলা নিশ্চিত করে ইউরো চ্যাম্পিয়নশিপের সবচেয়ে সফল দল স্পেন।
ম্যাচের প্রথমার্ধের ২০ মিনিটে স্পেনের গোলকিপার উনাই সিমোনের ছেলেমানুষি ভুলে ক্রোয়েশিয়ার বিপক্ষে বিগ ম্যাচে পিছিয়ে পড়ে স্পেন। তবে, স্পেন পরে সেটা শুধরেও নিয়েছে। ক্রোয়াটদের ওপর চড়ে বসে দ্রুতই ফিরিয়েছে সমতা। রিবাউন্ডে স্কোরার পাবলো সারাবিয়া। খেলার দ্বিতীয়ার্ধে নামের ভারে এগিয়ে থাকা স্পেনের দাপট। ফলও মিলে হাতেনাতে। আজপিলকুয়েটার গোলে পিছিয়ে পড়ে সমতা ফেরাতে ক্রোয়েশিয়া মরিয়া। ডিফেন্স ঠিক রেখে কাউন্টারের কৌশলে স্পেন সফল। দুই তোরেসের কম্বিনেইশন। পাউয়ের সেটআপে ফেরানের ফিনিশিং। ২ গোলে পিছিয়ে থেকে অল-আউট ফুটবল খেলে ক্রোয়েশিয়া। শেষ দশ মিনিটে ২ গোল শোধ দিয়ে ম্যাচ নিয়ে যায় এক্সট্রা টাইমে।
শেষ পর্যন্ত ৫-৩ গোলের শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল।
সেরা টিভি/আকিব