দেশের দক্ষিনাঞ্চলে করোনার থাবা, শনাক্তের হার ৩৮.৭৬ শতাংশ - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
দেশের দক্ষিনাঞ্চলে করোনার থাবা, শনাক্তের হার ৩৮.৭৬ শতাংশ - Shera TV
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০২:২৯ অপরাহ্ন

দেশের দক্ষিনাঞ্চলে করোনার থাবা, শনাক্তের হার ৩৮.৭৬ শতাংশ

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার:

বরিশাল বিভাগ তথা গোটা দক্ষিণাঞ্চলে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রামণের হার। এই বিভাগে গত ২৪ ঘণ্টায় ৪৬৭ জনের নমুনা পরীক্ষায় ১৮১ জনের রিপোর্টে করোনা পজেটিভ এসেছে। যা শতকরা হারে ৩৮ দশমিক ৭৬ ভাগ।

গত সপ্তাহে এই হার ছিল ২৭ দশমিক ৮৪ ভাগ। এক সপ্তাহের ব্যবধানে বেড়ে দাঁড়িয়েছে ১১ ভাগে। বিভাগের মধ্যে আক্রান্তের হার সবচেয়ে বেশি পিরোজপুর জেলায় আর কম ঝালকাঠিতে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগ কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার (২৮ জুন) সকাল ৮ টা পর্যন্ত বরিশাল বিভাগের মধ্যে আক্রান্তের হার পিরোজপুরে ৭০ দশমিক ৭৭ ভাগ, বরিশাল জেলায় ৩৫ দশমিক ৮২ ভাগ, বরগুনায় ৩৩ দশমিক ৯৬ ভাগ,পটুয়াখালীতে ৩২ দশমিক ২৬ ভাগ, ভোলায় ৩০ দশমিক ৭৭ ভাগ ও ঝালকাঠীতে ২৯ দশমিক ৪৯ ভাগ রয়েছে।

আরো জানা যায়, বিভাগে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ১৯৯ জন। এতে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৮৮১ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০১ জন। পাশাপাশি বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হলো ২ হাজার ৫৬৮ জন।

মো. হুমায়ুন কবীর নামে এক আইনজীবীর সহকারী বার্তা২৪.কম কে বলেন, প্রতিদিনই করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবুও মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। যতই লকডাউন-শাটডাউন ঘোষণা হউক না কেন নিজেরা স্বাস্থ্য সচেতন না হলো কোন ভাবেই করোনা প্রতিরোধ করা সম্ভব না।

মো. মাসুদ রানা নামে এক ব্যবসায়ী বলেন, করোনা আক্রান্তের ভয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করেই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছি। সরকার যদি বিনা সুদে ব্যবসায়ী লোনের ব্যবস্থা করত তাহলে এই করোনার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখতাম না। সর্বত্র ১ সপ্তাহ লকডাউন পুরোপুরি কার্যকর করলে আক্রান্তের হার অনেকাংশেই কমে যাবে বলে মনে করছেন এই ব্যবসায়ী।

বরিশাল সাংবাদিক ইউনিয়নের (জেইউবি) সভাপতি মনিরুল আলম স্বপন বার্তা২৪.কম কে জানান, কোভিড-১৯ প্রতিরোধে প্রতিটি পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গঠন করা উচিত। আর এই কমিটিতে ক্ষমতাসীন দলের জনপ্রতিনিধিদের ভূমিকা থাকতে হবে বেশি।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক (প্রশাসন) ডাক্তার শ্যামল কৃষ্ণ মন্ডল বার্তা২৪.কম কে জানান, বরিশাল বিভাগে প্রতিদিনই করোনা সংক্রামণের হার বাড়ছে। করোনা প্রতিরোধে শুরু থেকেই স্বাস্থ্য বিভাগ দিনরাত কাজ করে যাচ্ছে। সকলের মাঝে স্বাস্থ্য সচেতনার বার্তা পৌঁছে দিলেও মানুষের মাঝে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার প্রবণতা কম। ফলে করোনার সংক্রামণের হার দিন দিন বেড়েই চলছে।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360