তুরস্কে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
তুরস্কে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা - Shera TV
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন

তুরস্কে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১

ডেস্ক রিপোর্ট:

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় বাংলাদেশ, ভারতসহ ছয় দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে তুরস্ক। দেশটির রাজধানীর আঙ্কারায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, সোমবার তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক সার্কুলারে বলা হয়, ১ জুলাই থেকে বাংলাদেশ, ব্রাজিল, সাউথ আফ্রিকা, ভারত, নেপাল ও শ্রীলংকার সঙ্গে প্লেন যোগাযোগ বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্কুলারে আরও বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী তুরস্ক এ ছয় দেশের নাগরিকদের জন্য স্থল, আকাশ, সাগর ও রেলপথ ব্যবহার করে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360