নিলামে উঠল সাউদির ঐতিহাসিক জার্সি - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
নিলামে উঠল সাউদির ঐতিহাসিক জার্সি - Shera TV
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:০৪ অপরাহ্ন

নিলামে উঠল সাউদির ঐতিহাসিক জার্সি

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক:
মানবিকতার অনন্য দৃষ্টান্ত রাখলেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। সদ্যসমাপ্ত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা জার্সিটি তিনি নিলামে তুললেন, এক আট বছরের বাচ্চার ক্যানসার চিকিৎসার জন্য। সেই জার্সিতে টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ দলের সকলের সইও করিয়ে নিয়েছেন সাউদি।

হলি বিটি নামের ওই শিশু জটিল ক্যান্সারে আক্রান্ত। তার পাশে দাঁড়াতে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জার্সি নিলামে তোলার ঘোষণা দিয়েছেন এই পেসার। ট্রেড মি নামের একটি নিলাম প্ল্যাটফর্মে তোলা হয়েছে জার্সিটি। যে জার্সিতে নিউজিল্যান্ডের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দলের স্কোয়াডে থাকা ১৫ খেলোয়াড়ের সই আছে। ঐতিহাসিক এই জার্সির নিলাম চলবে ৮ জুলাই পর্যন্ত।

২০১৮ সালে ক্যান্সারে আক্রান্ত হয় বিটি। সাউদি খবরটা প্রথম জানতে পারেন তার পরিবারের মাধ্যমে। তখন থেকে তার জন্য কিছু করার চেষ্টা করেছেন। এবার যখন ভারতকে হারিয়ে টেস্টের শিরোপা জিতলেন, তখনই সিদ্ধান্ত নিয়ে নেন জার্সি নিলামে তোলার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সাউদি লিখেছেন, ‘কয়েক বছর আগে ক্রিকেট কমিউনিটির মাধ্যমে হলির খবরটা প্রথম জানতে পারে আমার পরিবার। হলির পরিবারের ধৈর্য, শক্তি ও ইতিবাচক মনোভাব আমাকে সবসময় তাড়িত করে।’ পোস্টের পরের অংশে লিখেছেন, ‘ঘটনাটা শোনার পর থেকে হলির চিকিৎসবার জন্য কিছু করার চেষ্টা করেছি। সেই উদ্দেশ্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস।’

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360