দিনে সর্বোচ্চ ১ লাখ টাকা তোলা যাবে এটিএম বুথ থেকে - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
দিনে সর্বোচ্চ ১ লাখ টাকা তোলা যাবে এটিএম বুথ থেকে - Shera TV
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন

দিনে সর্বোচ্চ ১ লাখ টাকা তোলা যাবে এটিএম বুথ থেকে

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার:

করোনা প্রতিরোধে চলমান কঠোর বিধি-নিষেধের মধ্যে আজ বৃহস্পতিবার (১ জুলাই) থেকে আগামী ৭ জুলাই পর্যন্ত নিরবচ্ছিন্ন ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সময় গ্রাহকরা এটিএম বুথ থেকে দিনে সর্বোচ্চ ১ লাখ টাকা তুলতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি) থেকে বুধবার (৩০ জুন) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট সিস্টেমস অপারেটরের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ব্যাংক, এমএফএস ও সব ধরনের আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রাহকসেবা দেওয়ার ক্ষেত্রে আইসিটিসহ স্ব স্ব ক্রিটিক্যাল সার্ভিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে কেইউওয়াই চিহ্নিত করে তালিকা তৈরি করবে এবং বিশেষ পরিস্থিতি সেবা চালু রাখার জন্য জরুরি ভিত্তিতে বিজনেস কমিউনিটি প্ল্যান (বিসিপি) প্রণয়ন করবে। সরকার ঘোষিত সার্বিক কার্যাবলী/চলাচলে নিষেধাজ্ঞা চলাকালীন ব্যাংক, পিএসপি, পিএসও এবং এমএফএস জরুরি ও অত্যাবশ্যকীয় বিবেচনায় সংশ্লিষ্ট প্রোভাইডারগণ স্ব স্ব সিস্টেম, ডিস্ট্রিবিউশন ও এজেন্ট চ্যানেল নিরবচ্ছিন্ন ও সচল রাখবে।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ‘গ্রাহকদের চাহিদা অনুযায়ী সরবরাহের জন্য ব্যাংকের ক্যাশ কাউন্টার, এটিএম বুথ, এজেন্ট ব্যাংকিংয়ের এজেন্ট পয়েন্ট এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) এজেন্ট পয়েন্টে নগদ অর্থ ও ই-মানি (প্রযোজ্য ক্ষেত্রে) সরবরাহ নিশ্চিত করতে হবে। লেনদেনের স্থান অর্থাৎ ব্যাংক, এটিএম, পিওিএস ও এজেন্ট পয়েন্টগুলো নিয়মিতভাবে জীবাণুমুক্ত রাখতে হবে। ব্যাংকগুলো তাদের এটিএম চ্যানেল সার্বক্ষণিক সচল রাখা এবং চাহিদা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে এটিএম মেশিনে ক্যাশ ফিডিংয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এটিএম বুথে টাকা উত্তোলনের ক্ষেত্রে সর্বোচ্চ সীমার ন‌্যূনতম পরিমাণ হবে ১ লাখ টাকা এবং উভয় ক্ষেত্রেই টাকা উত্তোলনের একক লেনদেনের ন‌্যূনতম পরিমাণ একই হবে।’

২৪ ঘণ্টা গ্রাহকদের লেনদেন সুবিধা দেওয়ার লক্ষ্যে অনলাইন ব্যাংকিং লেনদেন সেবা প্রদানকারী ব্যাংকগুলো সেবা নিরবচ্ছিন্ন রাখবে। সার্বিক কার্যাবলী/চলাচলে নিষেধাজ্ঞা চলাকালীন জনসাধারণকে ইলেকট্রনিক পদ্ধতিতে লেনদেনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এনপিএসবির মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার (আইবিএফটি) লেনদেনের ঊর্ধ্বসীমা নিম্নোক্তভাবে পুনঃনির্ধারণ করা হলো—ব্যক্তিগত লেনদেন দৈনিক সর্বোচ্চ ১০টি করা যাবে। ব্যক্তিগত লেনদেন দৈনিক সর্বোচ্চ সীমা ১০ লাখ টাকা, একক লেনদেন সর্বোচ্চ সীমা ৩ লাখ টাকা। প্রাতিষ্ঠানি দৈনিক সর্বোচ্চ ২০টি লেনদেন করা যাবে। বিশেষ ক্ষেত্রে লেনদেনের সর্বোচ্চ সীমা ২৫ লাখ, প্রাতিষ্ঠানিক একক লেনদেনের সর্বোচ্চ সীমা ৫ লাখ টাকা। ইন্টারনেট ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে ২ ফ্যাক্টর অথেনটিকেশন (২এফএ) নিশ্চিত করতে হবে।’

রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের (আরটিজিএস) মাধ্যমে লেনদেনের সময়সূচি সকাল ১০টা থেকে দেড়টা পর্যন্ত নির্ধারণ করা হলো। তবে কাস্টমস শুল্ক-কর, ফি, চার্জ প্রভৃতি পরিশোধ ও আন্তঃব্যাংক লেনদেন আরটিজিএসের মাধ্যমে দুপুর আড়াইটা পর্যন্ত পরিশোধ করা যাবে।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360