দেশে পৌঁছল মডার্না ও সিনোফার্মের ২৩ লাখ টিকা - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
দেশে পৌঁছল মডার্না ও সিনোফার্মের ২৩ লাখ টিকা - Shera TV
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন

দেশে পৌঁছল মডার্না ও সিনোফার্মের ২৩ লাখ টিকা

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
Vials with AstraZeneca's coronavirus disease (COVID-19) vaccine are seen at the vaccination centre in the Newcastle Eagles Community Arena, in Newcastle upon Tyne, Britain, January 30, 2021. REUTERS/Lee Smith

স্টাফ রিপোর্টার:
কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ২৫ লাখ টিকার প্রথম ডোজের ১২ লাখ আসছে আজ রাতে। এছাড়া চীনের সিনোফার্মের ১১ লাখ ডোজ আসছে আজ। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডার্নার ১২ লাখ ডোজ টিকা পৌঁছাবে। এ ছাড়া রাত সাড়ে ১২টার দিকে সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকাও পৌঁছাবে। অর্থাৎ আজ রাতেই দেশে আসছে মডার্না ও সিনোফার্মের ২৩ লাখ ডোজ টিকা।
স্বাস্থ্যমন্ত্রী মালেক আরও জানান, আগামীকাল ৩ জুলাই শনিবার রাত সাড়ে ৮টার দিকে মডার্নার আরও ১৩ লাখ ডোজ টিকা পৌঁছাবে। সকাল ৫টার দিকে পৌঁছাবে সিনোফার্মের আরও ৯ লাখ ডোজ টিকা। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মডার্না ও সিনোফার্ম মিলে দেওয়া মোট ৪৫ লাখ ডোজ টিকা পাওয়ার পর ওই টিকাদান কর্মসূচি আমরা শুরু করে দিতে পারব।’

এই ভ্যাকসিন গ্রহণ করতে আজ শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এর আগে গত ২৬ জুন স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, আমরা কোভ্যাক্স থেকে টিকা পেতে গত জুনে চিঠি পাঠিয়েছিলাম। সে হিসেবে কোভ্যাক্স আমাদের পর্যায়ক্রমে প্রায় সাত কোটি ডোজ টিকা দিতে চেয়েছিল। আজ আমরা চিঠি পেয়েছি। সেখানে উনারা (কোভ্যাক্স) আমাদের ২৫ লাখ ডোজ মর্ডানার টিকা দেওয়ার কথা বলেছে। আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে টিকা বুঝিয়ে নিতে যেসব ব্যবস্থা নেওয়ার সেটা আমাদের নিতে বলেছে। একটা কনসার্ন লেটার পাঠাতে বলেছে, সেটা (কনসার্ন লেটার) আমরা পাঠিয়ে দিচ্ছি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীনের টিকার জন্য এর আগে চুক্তি হয়েছে। আশা করছি আগামী কিছু দিনের তারা (চীন) মধ্যে একটা লট আমাদের দেবে। তবে কখন দেবে, কত ডোজ দিবে সেটা পরে জানিয়ে দেবে।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360