টানা ৩২ ম্যাচে অপরাজিত থেকে সেমি ফাইনালে ইতালি - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
টানা ৩২ ম্যাচে অপরাজিত থেকে সেমি ফাইনালে ইতালি - Shera TV
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ন

টানা ৩২ ম্যাচে অপরাজিত থেকে সেমি ফাইনালে ইতালি

সেরা টিভি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক:

আপনতালেই উড়ছে হারতে ভুলে যাওয়া ইতালি। ইউরো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ম্যাচে বিশ্বের নাম্বার ওয়ান দল বেলজিয়ামকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে সব প্রতিযোগিতায় মিলিয়ে টানা ৩২টি ম্যাচে অপরাজিত রইল দলটি। আর সেই সঙ্গে রেড ডেভিলদের স্বপ্ন ভেঙ্গে সেরা চারে উঠে গেছে রবার্তো মানচিনির শিষ্যরা ফাইানালে উঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ স্পেন।

রাশিয়া বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়া সেই ইতালি ইউরোর গ্রুপপর্ব থেকে চোখ রাঙাচ্ছিল। দাপুটে ফুটবলের মাধ্যমে গ্রুপপর্ব থেকে চ্যাম্পিয়ন হয়েই উঠে যায় রাউন্ড অব সিক্সটিনে। সেখানে অস্ট্রিয়াকে হারানোর পর সেরা আটের লড়াইয়ে কঠিন প্রতিপক্ষই পায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

কিন্তু শিষ্যদের যেন হারতে শেখাননি মানচিনি। যদিও বিশ্বের সেরা দল বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে বল দখল এবং আক্রমণ ছিল সমানে সমান। কিন্তু প্রথমার্ধে বেশি প্রভাব রেখেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরাই। এরই সুবাদে ১৩তম মিনিটেই লিওনার্দো বোনুচ্চি বেলজিয়ামের জালে বল পাঠান। কিন্তু ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

অবশ্য কাঙ্ক্ষিত গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইতালিকে। প্রথমার্ধের ৩১তম মিনিটে দারুণ নৈপুণ্যে দলকে এগিয়ে নেন বারেল্লা। ডি-বক্সে বল পেয়ে জোরালো শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন ইন্টার মিলানের এই মিডফিল্ডার। প্রথমার্ধের ৪৪তম মিনিটে ব্যবধান ২-০ করেন ইনিসিনিয়ে। মাঝমাঠ থেকে বাঁ দিক দিয়ে উঠে একজনকে কাটিয়ে সামনে এগিয়ে প্রায় ২২ গজ দূর থেকে অসাধারণ এক শটে বল জালে পাঠান ইনসিনিয়ে।

অবশ্য বিরতিতে যাওয়ার আগেই একটি গোল প্রতিশোধ করে বেলজিয়াম। প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সের ডানদিকে বিপজ্জনক জায়গায় জেরেমি ডকুকে ফেলে দেন ডি লরেঞ্জো। ভার চেক করে পেনাল্টি দেন রেফারি। স্পট কিক থেকে সহজেই জালে বল পাঠান লুকাকু।

দ্বিতীয়ার্ধেও বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। গোলের সুযোগ পেয়েছে দুদলই। কিন্তু এবার আক্রমণে কিছুটা এগিয়ে ছিল রেড ডেভিলরাই। কিন্তু দলীয় ফরোয়ার্ড রোমেলু লুকাকুর কয়েকটি সহজ মিসে আর পাওয়া হয়নি। ফলে ২-১ গোলে জয় পেয়ে যায় ইতালি।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360