ইন্টারন্যাশনাল ডেস্ক:
মিয়ানমারের সাগাইং অঞ্চলের দেপায়িন নামে একটি ছোট শহরে অভিযান চালিয়ে ২৫ জনকে হত্যা করেছে সেনারা। শুক্রবার দেশটিতে এঘটনা ঘটে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তবে স্থানীয় গণমাধ্যমে আজ রবিবার এ খবর প্রকাশিত হয়েছে। শুক্রবার ৪টি সামরিক ট্রাকে করে শহরটিতে সেনা পাঠানো হয়। তাদের প্রতিরোধ করতে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় পিডিএফ বিদ্রোহীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এসময় তাদের ওপর হামলা চালায় সেনারা। নিহতরা সবাই পিডিএফের সদস্য কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে, দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার দাবি করে, টহলরত সেনাদের ওপর প্রথমে হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। এসময় এক সেনা নিহত হয় ও আহত হয় ছয়জন। পরে আত্মরক্ষায় সেনারা পাল্টা হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে।
সেরা টিভি/আকিব