স্পোর্টস ডেস্ক:
শেষ কোপার ৪ কোয়ার্টার ফাইনাল। নিশ্চিত হয়ে গেছে ৪ সেমিফাইনালিস্ট। মঙ্গল ও বুধবার ভোরে মাঠে গড়াবে দুই সেমিফাইনাল। গ্রুপ পর্বের পরই নিশ্চিত হয়ে যায় ফাইনালের আগে দেখা হচ্ছে না দুই জায়ান্ট ব্রাজিল আর আর্জেন্টিনার। শিরোপার পথেই আছে গ্রুপ পর্ব টেবিলের শীর্ষে থেকে শেষ করা দুই দল। প্রত্যাশামতই উঠেছে সেমিফাইনালে।
ব্রাজিলের প্রতিপক্ষে গ্রুপে ওদের সাথেই থাকা পেরু। অন্যদিকে আর্জেন্টিনার লড়াই ব্রাজিল-পেরুর নিচে তিন নম্বরে থেকে গ্রুপ পর্ব শেষ করা কলম্বিয়া। কোয়ার্টারে ওরা হারিয়েছে উরুগুয়েকে। শেষ চারে টিকে থাকা ৪ দলের ৩টাই গ্রুপ বি’র। এ গ্রুপ থেকে টিকে আছে শুধু আর্জেন্টিনা। দুই সেমির পর ফাইনাল ১১ তারিখে, বিখ্যাত মারাকানাতে।
সেরা টিভি/আকিব