স্টাফ রিপোর্টার:
দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় মডার্নার টিকা এবং জেলা-উপজেলায় সিনোফার্মের টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
সোমবার দেশে করোনা মোকাবেলায় টিকা প্রয়োগ বিষয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, বিভাগীয় শহর বা সিটি পর্যায়ের শহরগুলোতে যুক্তরাষ্ট্র থেকে পাওয়া মর্ডানার টিকা দেয়া হবে। তবে কোনো টাউনে এ টিকা দেয়া হবে না। কবে থেকে এ টিকা দেয়া হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। যত তাড়াতাড়ি সম্ভব টিকা দেয়া শুরু হবে। সিটি এলাকায় রেজিস্ট্রেশন করা ব্যক্তিরাই এ টিকা পাবেন।
তিনি আরও বলেন, চীন থেকে কেনা সিনোফার্মের টিকা জেলা ও উপজেলা পর্যায় থেকে সারাদেশে দেয়া হবে।
সেরা টিভি/আকিব