স্পোর্টস ডেস্ক:
ম্যাচ শেষে ফুটবলাররা সবে ড্রেসিংরুমে ফিরছেন। ঠিক সেই সময় দেখা গেল এক অসাধারণ দৃশ্য। হাঁটু গেড়ে বসে খেলার মাঠে সকলের সামনে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন ফুটবলার। না, কোনো সিনেমার দৃশ্য নয়। একেবারে বাস্তব দৃশ্য। টানাটান উত্তেজনার একটা ম্যাচ তখন শেষ হয়েছে। এরপরেই সকলের সামনে বান্ধবীকে মাঠে ডেকে নেন ফুটবলার। তারপর দর্শক, ফুটবলার, ক্যামেরা, সকলের সামনে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন।
মিনেসোটা ইউনাইটেড এফসির সেই ফুটবলারের নাম হাসানি ডটসন স্টিফেনসন। হাঁটু গেড়ে বিয়ের আবেদন জানানো মাত্রই সেই প্রস্তাবে সাড়া দিলেন প্রেমিকা।
যদিও ঘটনাটি ঘটেছে তার দল মিনেসোটা ২-২ গোলে ড্র করার পর। এতে পয়েন্ট টেবিলের ছয়ে নেমে গেছে তার দল। ম্যাচ শেষে মন খারাপের কথা থাকলেও হাসানি ডটসনের অভিনব বাগদানে উচ্ছ্বসিত হয়ে ওঠে গ্যালারি। কিছু সময়ের জন্য তারা ভুলেও যায় ম্যাচের ফলের কথা। গোটা গ্যালারি উঠে দাঁড়িয়ে তাদের বিশেষ মুহূর্তটা ক্যামেরা বন্দি করতে শুরু করে দিয়েছে। এরপরেই একে অপরকে জড়িয়ে ধরেন। এই ভিডিও এখন রাতারাতি ভাইরাল। পুরো স্টেডিয়াম সাক্ষী থাকল ভালবাসার। ফুটবলের আবহে বাতাসে প্রেম ছড়িয়ে দিলেন এই যুগল।
নিউজএইটিন জানিয়েছে, ম্যাচ শেষে প্রেমিকা পেত্রা ভুচকোভিচকে সাইডলাইনে ডেকে দর্শক ও ক্যামেরার সামনে বিয়ের প্রস্তাব দেন হাসানি ডটসন স্টিফেনসন। হাঁটু গেড়ে বসে পেত্রাকে নিবেদন করেন, আমাকে বিয়ে করবে? এর পর হাতের মুঠোয় রাখা ঝকঝকে হীরের আংটি বের করেন।
এমন মুহূর্তে এমন প্রস্তাব পেয়ে বিস্মিত হন পেত্রা। লজ্জায় লাল হয়ে ওঠে তার মুখ। দুহাতে মুখও ঢেকে ফেলেন। এর পরই রাজি হয়ে যান। খুশিতে সেই ফুটবলার উঠে দাঁড়িয়ে আংটি পরিয়ে দেন তার প্রেমিকাকে। এরপর একে অপরকে জড়িয়ে ধরেন।
সেরা টিভি/আকিব