ডেস্ক রিপোর্ট:
হেনলি প্রকাশিত পাসপোর্ট সূচকে ছয় ধাপ পিছিয়েছে বাংলাদেশ। গেল বছর এই সূচকে বাংলাদেশ ছিল ১০০তম অবস্থানে। এ বছর ১০৬তম। সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জাপানের। মঙ্গলবার (০৬ জুলাই) যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত পাসপোর্ট সূচকে এ তথ্য জানা গেছে।
গ্লোবাল সিটিজেনশিপ এবং রেসিডেন্সি পরামর্শক লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি এন্ড পার্টনার্স প্রতি বছর পাসপোর্ট সূচক প্রকাশ করে। ভিসা ছাড়া কোন পাসপোর্ট দিয়ে কতটি দেশে ভ্রমণ করা যায় তার ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের কাছ থেকে সংগৃহীত আন্তর্জাতিক যাত্রীদের ভ্রমণ তথ্য বিশ্লেষণ করে এই সূচক তৈরি করা হয়। আন্তর্জাতিক মান অনুযায়ী বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ২২৭ দেশের মধ্যে আগাম ভিসা ছাড়া (অন-অ্যারাইভাল) ৪১টি দেশে ভ্রমণ করতে পারেন।
দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের সবশেষ এই সূচক অনুযায়ী সবচেয়ে দুর্বল পাসপোর্টগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১১তম। বাংলাদেশের সঙ্গে তালিকায় রয়েছে লেবানন ও সুদান। বছরে চার বার এই সূচক প্রকাশ করে হেনলি।চলতি বছরের জানুয়ারিতে তাদের পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম।এপ্রিলে এক ধাপ এগিয়ে ১০০তম অবস্থানে উঠে আসে বাংলাদেশের পাসপোর্ট।কিন্তু জুলাইয়ে ছয় ধাপ পিছিয়ে গেল।
সেরা টিভি/আকিব