নিউজ ডেস্ক ঃছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকাসুর জিএস গোলাম রাব্বানীর জিএস পদ থেকে অপসারণ ও ছাত্রত্ব বাতিল চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি ও রেজিসট্রারকে এই নোটিশ দেওয়া হয়েছে।নোটিশ পাওয়ার সাতদিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে নোটিশে বলা হয়েছে।
ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী মো. রাসেদ খানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম আজ সোমবার এই আইনি নোটিশ পাঠিয়েছেন। আজ রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠানো হয়। গোলাম রাব্বানীর এমফিলে ভর্তি কার্যক্রম নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের কথা উল্লেখ করে নোটিশ দেওয়া হয়।