স্পোর্টস ডেস্ক:
কোপা আমেরিকার সুপার ক্লাসিকো ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। প্রস্তুত মারাকানা। প্রস্তুত মঞ্চ। ফাইনালে ব্রাজিল আর্জেন্টিনার সুপার ক্লাসিকো। এই মহারণের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। সেমিতে পেরুকে হারিয়ে গতবারের চ্যাম্পিয়নরা তাদের টাইটেল ডিফেন্ড করতে প্রস্তুত। মেসিদের মোকাবিলা করতে তৈরী নেইমার-ক্যাসেমিরোরা।
খেলা হবার কথা ছিলো আর্জেন্টিনায়। তবে করোনার কারণে সেখান থেকে সরে এসে আয়োজক হয় ব্রাজিল। ট্রফি লড়াইয়ে মুখোমুখি হবে এই দু’দলই। কোপায় ব্রাজিলের শুরুটা ছিলো দুর্দান্ত। প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে সহজ জয় সেলেসাওদের। এক এসিস্ট ও এক গোল নিয়ে ম্যাচসেরা ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। দ্বিতীয় ম্যাচেও ব্রাজিলের সাম্বার নাচ দেখলো বিশ্ব। পাসিং ফুটবলে গুনে গুনে চার গোল পেরুর জালে। এ ম্যাচেও নেইমারের গোল। তার সাথে স্কোরশিটে নাম লিখিয়েছেন রিচার্লিসন, এভারটন, আলেক্স সান্দ্রোরাও।
গ্রুপ পর্বের ৩য় ম্যাচে এসে কিছুটা খেই হারিয়ে ফেলে ব্রাজিলিয়ানরা। ম্যাচের শুরুতেই কোয়াদ্রাদোর গোলে পিছিয়ে পড়ে তিতের দল। তবে শেষ দিকে দুই গোলে কোনমতে জয় নিয়ে ফেরে নেইমাররা। যার মধ্যে শেষ গোলটি আসে অতিরিক্ত সময়ে। গ্রুপের শেষ ম্যাচে এসে হোঁচট খায় সেলেসাওরা। মিলিতাওয়ের গোলে এগিয়ে গিয়েও হাফ টাইমের পর সমতায় ফেরে কলম্বিয়া। ড্র নিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হয় ব্রাজিল।
কোয়ার্টারে এসে আরো ধুঁকেছে ক্যাসেমিরোরা। চিলির সাথে ঘাম ঝরিয়ে পার করেছিলো প্রথম ৪৫ মিনিট। এরপর সেকেন্ড হাফে সুপার সাব লুকাস পাকেতার গোলে লিড নেয় তারা। এর ঠিক কিছুক্ষণ পরেই জেসুসের রেড কার্ড। বিপদে পড়লেও ডিফেন্স সামলে ম্যাচ বাঁচায় নেইমাররা। নিশ্চিত হয় সেরা চারে খেলা।
সেমিফাইনালে আবার ফর্মে ফেরে ব্রাজিল। সেই ব্রাজিলিয়ান ছন্দ। স্কোরশিটে আবার শেষ ম্যাচে জয়সূচক গোল করা পাকেতা। গোলের আর্কিটেক্ট নেইমার। এই গোলেই কোপাতে ১৯ বারের মত ফাইনাল নিশ্চিত করলো পেলে, রোনালদিনহোদের উত্তরসূরিরা।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিলের হয়ে গেল আসরে খেলতে পারেনি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার নেইমার। তবে এবার আছেন। গোল আর এসিস্টে জানান দিয়েছেন নিজের ফর্ম। ফাইনালে তার সাবেক বার্সেলোনা সতীর্থ মেসির বিপক্ষে লড়াইটা জমজমাট হবে বলে আশায় আছে ফুটবল বিশ্ব। কে হবে চ্যাম্পিয়ন? কার হাতে উঠবে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট?
সেরা টিভি/আকিব