ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কায় জাপানের টোকিওতে আবারও জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার বিকেলে অলিম্পিকে আয়োজন ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এই কথা জানানো হয়। জরুরি অবস্থায় অলিম্পিকের ভেন্যুতে দর্শক উপস্থিতি ছাড়াই প্রতিযোগিতা হবে।
দেশটির প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বলেছেন, সোমবার থেকে ২২শে আগস্ট পর্যন্ত এই জরুরি অবস্থা বহাল থাকবে। আসন্ন অলিম্পিক আয়োজন ঘিরে সংক্রমণ যেন নিয়ন্ত্রণের বাইরে না যায় সেজন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। জরুরি অবস্থায় রেস্তোরাঁ, পানশালাসহ বিনোদনের কেন্দ্র খোলা রাখার সময় বেঁধে দেয়া হবে। মদজাতীয় পানীয় নির্দিষ্ট সময়ের পর পরিবেশন করা হবে না। ২৩শে জুলাই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হবে।
সেরা টিভি/আকিব