স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত অফিসার পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাতের ঘটনায় কামরুল হাসান হিমেল নামক এক প্রতারককে গ্রেফতার করেছে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। এ সময় হিমেলের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ফেসবুক আইডি, মোবাইল ফোন, সিমকার্ড, ফেইক ফেসবুক ও হোয়াটসএ্যাপ আইডি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত হিমেল কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল গ্রামের বাসিন্দা আনহার হোসেনের ছেলে। কুলাউড়া পৌর শহরের সাদেকপুর রোডে ভাড়া বাসায় থাকত সে।
সেরা টিভি/আকিব