স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাসে রোগী শনাক্ত ও মৃত্যু বাড়তে থাকায় এবার রাজধানীতে পাঁচটি ফিল্ড হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরইমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারকে ফিল্ড হাসপাতালের জন্য নির্বাচিত করা হয়েছে। দ্রুততম সময়ে এখানে ফিল্ড হাসপাতালটি চালু করা হবে। বাকি চারটি স্থান নির্বাচনের প্রক্রিয়া চলছে।
শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচটি স্থান পরিদর্শন শেষে এসব কথা জানান স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া। এ সময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জানান, সীমান্তের জেলাগুলোতে করোনার সংক্রমণ বাড়তে থাকায় সেখানকার হাসপাতালগুলোতে শয্যাসংখ্যা দ্বিগুণ করা হয়েছে। কয়েকটি জেলায় কোভিড ডেডিকেটেড হাসপাতালও করে দেয়া হয়েছে। করোনা সংক্রমণের যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার প্রস্তুত রয়েছে বলে জানান সচিব।
সেরা টিভি/আকিব