বাংলাদেশের দেয়া ৪৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ৬১ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। সাকিবের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন মিল্টন শুম্বা। এরপর খেলার হাল ধরেন কাইতানো ও টেইলর। ওয়ানডে স্টাইলে ব্যাট করা জিম্বাবুয়ে অধিনায়ক তৃতীয় দিনে এসে তুলে নিয়েছেন ফিফটি। ৯২ বলে ৮১ করে ফিরেছেন মেহেদি মিরাজের বলে। হাফ সেঞ্চুরি পেয়েছেন ওপেনার কাইতানোও। সাকিবের ২য় শিকার হয়ে ব্যক্তিগত ২৭ রানে ফিরেছেন ডিয়ন মায়ার্স। মারুমাকেও শূন্য রানে ফিরিয়েছেন সাকিব।
তবে, তৃতীয় দিনের তৃতীয় সেশনে মিরাজই ছিলেন বল হাতে উজ্জ্বল। ক্যারিয়ারে অষ্টমবারের মতো ৫ উইকেট শিকার করলেন এই অফ স্পিনার। ৮২ রান খরচায় ৫ উইকেট তুলে নেন মিরাজ। আর সমান রান খরচায় সাকিব আল হাসান ঝুলিতে ভরেন ৪ উইকেট। এর বাইরে একমাত্র উইকেটটি শিকার করেন তাসকিন আহমেদ।
একমাত্র টেস্টে ২১১ রানে এগিয়ে রয়েছে টাইগাররা।
সেরা টিভি/আকিব