স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের পেকুয়ায় বিকাশ এজেন্টের সাড়ে ৪৬ লাখ টাকা লুটের ঘটনায় মাটির নিচে বস্তা মোড়ানো ১৮ লাখ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রবিবার (১১ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে রেব-১৫ এর অধিনায়ক উইং কামান্ডার আজিম আহমেদ এ তথ্য জানান।
টাকা লুটের অভিযোগের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে গত ১০ জুলাই রাতে চকরিয়ার সিকদারপাড়া ২ নম্বর ওয়ার্ডের আনোয়ার মিয়ার বসতঘর থেকে দুইজনকে গ্রেপ্তার করে। তারা হলেন, চকরিয়ার ব্রাহ্মনপাড়ার মো. সাইফুল ও চট্টগ্রামের কফিল উদ্দিন।
এসময় আজিম আহমেদ বলেন, ৭ই জুলাই রাতে বিকাশ ডিস্ট্রিবিউশন অফিস হতে নগদ সাড়ে ৪৬ লাখ টাকা চুরি হয়। এরপর অভিযোগের ভিত্তিতে অভিযানে সাইফুল ও কফিল উদ্দিনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী মাটির নিচে বস্তা মোড়ানো অবস্থা নগদ ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়। পলাতক আসামিদের গ্রেপ্তার ও বাকী টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানায় তিনি।
সেরা টিভি/আকিব