স্টাফ রিপোর্টার:
১৪ই জুলাইয়ের পর সারা দেশে চলমান বিধিনিষেধ শিথিল হতে পারে। তবে এর পরবর্তী সময়টা আশঙ্কাজনক বলে মনে করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
আজ রবিবার (১১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের একথা জানিয়েছেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা এবার আশঙ্কাজনভাবে ছড়িয়েছে। ১৪ তারিখের পরের সময়টাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সামনে ঈদ এবং পশুর হাট আছে। আসন্ন ঈদে পশুর হাটে জনসমাগম নিয়ন্ত্রণ করা জরুরি। এই দুটি বিষয় কীভাবে সামাল দেয়া যায়, সেটাই আমাদের মূল লক্ষ্য।’
এদিকে, নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৪১৯ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছেন ১১ হাজার ৮৭৪ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা ১০ লাখ ২১ হাজার ১৮৯ জনে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, দেশে করোনার সংক্রমণ বাড়তে থাকায় তা প্রতিরোধে ১লা জুলাই থেকে সাত দিনের জন্য কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। কঠোর বিধি-নিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে ৫ জুলাই আরেক দফায় চলমান কঠোর বিধি-নিষেধের মেয়াদ ১৪ই জুলাই পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। জরুরি পন্য পরিবহণ ছাড়া সব ধরনের যন্ত্রচালিত যানবাহন বন্ধ থাকলেও টিকার কার্ড প্রদর্শন সাপেক্ষে টিকা গ্রহণের জন্য যাতায়াত করা যাবে বলে ঘোষণা দেয়া হয়। বিধিনিষেধের সময় জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর সঙ্গে মাঠে থাকছে সেনাবাহিনীও।
সেরা টিভি/আকিব