স্টাফ রিপোর্টার:
করোনা মহামারি রোধে চলমান কঠোর বিধিনিষেধের ১৪ দিন পূর্ণ হওয়ার পর আগামী বৃহস্পতিবার থেকে তা শিথিল হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২২ জুলাই পর্যন্ত আট দিন তা শিথিল থাকবে। পরদিন ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার সন্ধ্যায় সরকারি তথ্য বিবরণীতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আগামীকাল মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সুরথ কুমার সরকার স্বাক্ষরিত তথ্য বিবরণীতে বলা হয়, ‘করোনা মহামারির বিস্তার রোধকল্পে বিভিন্ন বিষয়ে সরকার আরোপিত বিধিনিষেধ আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামীকাল প্রজ্ঞাপন জারি করা হবে। তবে আগামী ২৩ জুলাই থেকে ফের কঠোর বিধিনিষেধ জারি করা হবে।’
সেরা টিভি/আকিব