স্টাফ রিপোর্টার:
মঙ্গলবার বিকাল পাঁচটা থেকে ট্রেনের টিকিট বিক্রির কথা জানানো হয়েছিল রেলওয়ের তরফে। কিন্তু ওই সময় থেকে পরের দুই ঘণ্টায় কোন টিকিট কাটতে পারেননি যাত্রীরা। তখন ওয়েবসাইটে প্রবেশ করা গেলেও কোন ট্রেনের তথ্য পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যা সাতটার পর থেকে আর ওয়েবসাইটেই প্রবেশ করা যাচ্ছে না। এতে টিকিট পেতে যাত্রীরা চেষ্টা করলেও টিকিট কাটতে পারছেন না। টিকিট কাটতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করে প্রতিক্রিয়া জানিয়েছেন। রেলওয়ের একটি সূত্র জানিয়েছে একসঙ্গে অনেক মানুষ সার্ভারে প্রবেশ করায় জটিলতা তৈরি হয়েছে। এ কারণে সার্ভার ডাউন হয়ে আছে।রেলপথ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রেলওয়ের ৩৬২টি ট্রেনের মধ্যে স্বাভাবিক সময়ে ১০২টি আন্তঃনগর ট্রেন এবং ২৬০টি লোকাল, কমিউটার ট্রেন ও মালবাহী ট্রেন চলাচল করে।
ঈদুল আজহা সামনে রেখে ১৪ই জুলাই মধ্যরাত থেকে ২৩শে জুলাই সকাল ৬টা পর্যন্ত সকল বিধিনিষেধ শিথিল করে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করবে বলে সোমবার রাতেই জানিয়েছিল রেলপথ মন্ত্রণালয়।
সেরা টিভি/আকিব