অবসরে গেলেন ডাচ মহাতারকা রবেন - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
অবসরে গেলেন ডাচ মহাতারকা রবেন - Shera TV
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৪১ অপরাহ্ন

অবসরে গেলেন ডাচ মহাতারকা রবেন

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক:
এবার সব রকমের ফুটবল থেকে অবসর নিলেন আর্জেন রবেন। বৃহস্পতিবার টুইট করে এই সিদ্ধান্ত জানিয়েছেন ডাচ মহাতারকা। ২০১৮ সালে বিশ্বকাপের যোগ্যত্যা অর্জন করতে ব্যর্থ হয় নেদারল্যান্ডস। সেবছরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছিলেন এই তারকা উইঙ্গার।

দেশের হয়ে না খেললেও ২০১৯ পর্যন্ত রবেন বায়ার্ন মিউনিখের হয়ে ক্লাব ফুটবল খেলেন। কিন্তু বায়ার্ন থেকে বুট জোড়া তুলে রাখার পর গতবছর ফের ফুটবলে প্রত্যাবর্তন করেন রবেন। ইউ-টার্ন নিয়ে ডাচ ক্লাব গ্রোনিনজেনে খেলেন তিনি। কিন্তু এবার পাকাপাকি ভাবে পেশাদার ফুটবল ক্যারিয়ারে ইতি টানলেন রবেন।
৩৭ বছরের রবেন ইউরোপের সর্বকালের সেরা ভয়ঙ্কর ফুটবলারদের মধ্যে একজন ছিলেন। দেশের হয়ে ৯৬টি ম্যাচে তাঁর রয়েছে ৩৭টি গোল। ২০০৪, ২০০৮ ও ২০১২ ইউরো কাপে নেদারল্যান্ডসের হয়ে খেলেছেন রবেন। ২০০৬, ২০১০ (রানার্স) ও ২০১৪ বিশ্বকাপে অরেঞ্জ আর্মির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

ক্লাব ফুটবলেও দুরন্ত সাফল্য পেয়েছেন রবেন। চেলসির জার্সিতে জোড়া প্রিমিয়র লিগ ও জোড়া লিগ কাপ জেতেন তিনি। নীল জার্সিতে পেয়েছেন এফএ কাপ ও এফএ কমিউনিটি শিল্ডও। চেলসি থেকে রিয়াল মাদ্রিদে এসে লা লিগা ও সুপারকোপা দে এস্পানা জয়ী হন রবেন। আর বার্য়ান মিউনিখকে তিনি আটবার বুন্দেশলিগা জিতিয়েছেন। এমনকী এই ক্লাবে খেলেই পেয়েছেন চ্যাম্পিয়ন্স লিগও।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360