স্টাফ রিপোর্টার:
রাজধানীর গুলশানের নিকেতন এলাকার একটি ফ্ল্যাট থেকে মালয়েশিয়া পড়ুয়া এক মেডিকেল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ফারিয়া হায়দার। শনিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
ফারিয়ার বাবা আলম হায়দার জানান, গতরাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন ফারিয়া। সকালে ঘুম থেকে উঠে মেয়েকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন তিনি। দ্রুত সেখানে থেকে নামিয়ে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারিয়াকে মৃত ঘোষণা করেন।
সেরা টিভি/আকিব