স্টাফ রিপোর্টার:
বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা ও রাজশাহী মহানগরীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করতে তৎপর রয়েছে সিটি কর্পোরেশন।
বরিশালে ১ হাজার পরিচ্ছন্নতাকর্মী দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে সব বর্জ্য অপসারণের দাবি করেছেন প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা। গত বছরের তুলনায় এবার অনেক কম পশু কোরবানি হয়েছে বলেও জানান তিনি।
চট্টগ্রামে কোরবানির পশুর বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের প্রায় সাড়ে ৪ হাজার কর্মী মাঠে রয়েছে। কর্মীরা বর্জ্য অপসারণে নিয়োজিত আছে বিভিন্ন ওয়ার্ডে। সিটি মেয়র এম রেজাউল করিম জানান, কোরবানির ৮ থেকে ১০ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে।
কুমিল্লায় কোরবানির বর্জ্য অপসারণে বিকেল থেকেই কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। এছাড়া, রাজশাহী মহানগরে কোরবানির বর্জ্য অপসারণের কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। বিকেলে বড়কুঠি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে বর্জ্য অপসারণ কাজের উদ্বোধন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
সেরা টিভি/আকিব