স্পোর্টস ডেস্ক:
টোকিও অলিম্পিকের শুরুটা দুর্দান্ত হলো ব্রাজিলের। গত অলিম্পিকের সিলভারজয়ী জার্মানিকে হারিয়ে এবারের অলিম্পিকের ফুটবল ইভেন্টের সোনার মুকুট ধরে রাখার মিশনে দারুণ শুরু পেয়েছে ব্রাজিল।
ইয়োকোহামা স্টেডিয়ামে বৃহস্পতিবার (২২ জুলাই) ফুটবলের পুরুষ বিভাগের ‘ডি’ গ্রুপের ম্যাচে জার্মানির বিপক্ষে ৪-২ গোলে জিতেছে ব্রাজিল। ব্রাজিলের পক্ষে এ ম্যাচে হ্যাট্রিক করেছেন রিচার্লিসন। এছাড়াও জয়ী দলের অন্য গোলদাতা পাউলিনিয়ো। ব্রাজিলের দেওয়া চার গোলের বিপক্ষে দুইটি গোল শোধ করতে পেরেছে জার্মানি। দলটির পক্ষে গোল দুইটি করেছেন নাদিয়েম আমিরি ও রাগনার অ্যাক।জার্মানির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। ম্যাচের মাত্র ৩০ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক করে ইতিহাস গড়েন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড রিচার্লিসন। ম্যাচের মাত্র ৭ মিনিটের সময়ই প্রথম গোলটি করেন রিচার্লিসন। অ্যান্টনির থ্রু বল ধরে ডি-বক্সের ডান পাশ থেকে ডান পায়ের শটে জালের ডান দিকে দিয়ে বল জালে জড়ান জাতীয় দলের এ ফরোয়ার্ড। এর ১৫ মিনিট পরই নিজের জোড়া গোল পূর্ণ করেন রিচার্লিসন। এবার গুইলেরমের ক্রসে জালের খুব কাছ থেকে দুর্দান্ত হেডে গোল করেন তিনি। ২৪ বছর বয়সি এ ফরোয়ার্ড ম্যাচের ৩০ মিনিটের সময় নিজের হ্যাটট্রিক পূরণ করেন। ম্যাথিউজ কুনহার পাস ধরে ডি-বক্সের মাঝ থেকে ডান পায়ের শটে ম্যাচে নিজের তৃতীয় গোলটি করেন তিনি। ব্রাজিল এগিয়ে যায় ৩-০ গোলে।
দ্বিতীয়ার্ধে ফিরে ঘুরে দাঁড়ায় জার্মানি। ম্যাচের ৫৭ মিনিটের সময় ডি-বক্সের বাইরে থেকে ডানপায়ের জোরালো শটে এক গোল শোধ করেন নাদিয়েম আমিরি। খেলার ৮৪ মিনিটে গিয়ে ডেভিড রাউমের ক্রস থেকে মাথা ছুইয়ে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন রাগনার অ্যাক। ৩-২ ব্যবধানে খেলায় উত্তেজনা ছড়ায়। জার্মানি সমর্থকরা অপেক্ষায় ছিলেন বাকিটা সময়ে সমতায় ফেরার। কিন্তু জার্মানিকে উল্টো চতুর্থ গোলটি হজম করতে হয়। অতিরিক্ত যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্রুনো গুইলেরমের পাসে জার্মানির জালে বল জড়ান পাউলিনিয়ো। রেফারির শেষ বাঁশিতে ৪-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
দিনের অন্য ম্যাচে সাপ্পোরো দেমো স্টেডিয়ামে ‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারে আর্জেন্টিনা। ফ্রান্সকে ৪-১ গোলে উড়িয়ে দেয় মেক্সিকো। স্বাগতিক জাপান ১-০ গোলে জিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। স্পেন গোলশূন্য ড্র করে মিশরের বিপক্ষে।
সেরা টিভি/আকিব