স্টাফ রিপোর্টার:
করোনায় বিপর্যস্ত দেশ। সংক্রমণের গতি আগের তুলনায় বেড়েছে কয়েকগুণ। এর মধ্যেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকামুখী মানুষের যেমন ভিড়, তেমনি বাড়ি ফেরা মানুষের স্রোত। কঠোর বিধিনিষেধে আগে জীবিকার তাগিদে কাজে ফিরছেন অনেকে। কেউবা আবার কাজ হারিয়ে সপরিবারে চলে যাচ্ছেন বাড়ি। করোনার ঝুঁকি নিয়ে লঞ্চ ডেকে গাদাগাদি করেই যাতায়াত করছে মানুষ।
দুই দশকেও সদরঘাট লঞ্চ টার্মিনালে এমন দৃশ্য দেখেনি কেউ। ঈদের দ্বিতীয় দিন লঞ্চে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। একই সাথে রাজধানীতেও ফিরছে অসংখ্য মানুষ। কঠোর বিধিনিষেধ কার্যকরের আগে গ্রামের বাড়ি যেতে গাদাগাদি করে লঞ্চে চড়েছে মানুষ। অনেকে উঠেন লঞ্চের ছাদে। সঠিক তদারকির অভাবেই এমন দুর্ভোগ আর ভোগান্তি, অভিযোগ যাত্রীদের। লঞ্চ মালিকরা বলছেন, জোর করেই ছাদে উঠছেন যাত্রীরা।
প্রিয়জনদের সাথে আরো থাকার ইচ্ছে থাকলেও, কঠোর বিধিনিষেধের কারণে তারাতারি করেই আবার ফিরতে হচ্ছে ঢাকাতে। এদিকে বিআইডব্লিউটিএ বলছে, অতিরিক্ত যাত্রী পরিবহণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে তারা।
বৃহস্পতিবার সদরঘাট টার্মিনালে দক্ষিণ অঞ্চলের ৪২টি রুটের শতাধিক লঞ্চ ভিড়েছে এবং ছেড়ে গেছে। এদিকে বরিশাল নদী বন্দরে বৃহস্পতিবার রাতে ঢাকামুখী ১১টি লঞ্চ ছাড়লেও, মানা হয়নি স্বাস্থ্যবিধি। যাত্রীদের পাশাপাশি মাস্ক পরতে দেখা যায়নি লঞ্চ পরিচালনাকারীদেরও।
সেরা টিভি/আকিব