স্টাফ রিপোর্টার:
ভারতের প্রধানমন্ত্রী এবং কয়েকজন মুখ্যমন্ত্রীর পর এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ‘হাঁড়িভাঙা’ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হিসেবে প্রদত্ত এক হাজার কিলোগ্রাম আম কোরবানির ঈদের দিন ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। পাকিস্তানের পক্ষ থেকে এ শুভেচ্ছা উপহার ধন্যবাদের সাথে গৃহীত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার দেই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ নজির হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য রংপুরের বিখ্যাত ‘হাঁড়িভাঙা’ আম উপহার হিসেবে পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেরা টিভি/আকিব