স্টাফ রিপোর্টার:
খুলনার ডুমুরিয়ায় শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক নববধূ তরুণী (১৯)। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি-তে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৬ জুলাই) এ ঘটনায় ওই তরুণীর মা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- ডুমুরিয়া উপজেলার হাসানপুর গ্রামের কামরুলইসলামের ছেলে আল-মামুন ওরফে রুবেল (২৮), আমজাদ হোসেন সরদারের ছেলে মাহফুজ হাসান (২০) ও আজিজুর রহমান মোল্লার ছেলে সাকিব মোল্লা (১৭)।
জানা যায়, বিয়ের পর ওই তরুণী ঈদে বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন। গত শনিবার (২৪ জুলাই) সন্ধ্যার দিকে বাড়ির সামনে রাস্তায় গেলে আল-মামুন ওরফে রুবেল, মাহফুজ হাসান ও সাকিব মোল্লা তাকে একা পেয়ে পাশের একটি ঝুপড়ি ঘরের সামনে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ করে।
এ ঘটনায় ওই তিন জনের নামে ডুমুরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, আসামিদের গ্রেফতার করে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
সেরা টিভি/আকিব