অনলাইন ডেস্ক ঃ মৃত্যুর পর মৃত নাগরিকের বলে যাওয়া ইচ্ছা পূরনের জন্য সবাই বেশ সদয় থাকেন ।মৃত ব্যক্তি মারা যাওয়ার আগে যা বলে যান তা তার কাছের মানুষরা পূরন করার জন্য সর্বাত্মক চেষ্টাও করে থাকেন ।সেই ইচ্ছার সূত্র ধরেই এবার দেখা গেল এক ব্যতিক্রমী ইচ্ছা পূরন। ব্রিটেনে টিনা ওয়াটসন নামক এক বাসিন্দাকে সমাহিত করা হল টি-ব্যাগের মত এক কফিনে।
জানা যায়, প্রতিদিন প্রায় ৪০ কাপ চা খেতেন ব্রিটেনের লেস্টারশায়ারের বাসিন্দা টিনা ওয়াটসন। চায়ের প্রতি ভালোবাসা থেকেই চেয়েছিলেন মৃত্যুর পরও তার সঙ্গে জড়িয়ে থাকুক চা। সেই ইচ্ছাপূরণের জন্য টি-ব্যাগের মতো কফিনের মধ্যে সমাধি দেয়া হল তার মরদেহ।
টিনা ওয়াটসনের মেয়ে জেবস ডোনোভান জানান, ‘আমার হাস্যরসিক মা রোজ ৩০-৪০ কাপ চা খেতেন। চায়ের সঙ্গে ভালোবাসা ছিল তার। চার বছর আগে আমাকে শেষকৃত্যর এই ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। সেই ইচ্ছাপূরণের সমস্ত চেষ্টা করেছি আমরা।’
সম্প্রতি ৭৩ বছর বয়সে তিনি হার্ট এ্যাটাকে মারা যান। তাই মার শেষ ইচ্ছা পূর্ণ করলেন মেয়ে।