গোপন বৈঠককালে জামায়াতের ২০ নেতাকর্মী আটক - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
গোপন বৈঠককালে জামায়াতের ২০ নেতাকর্মী আটক - Shera TV
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন

গোপন বৈঠককালে জামায়াতের ২০ নেতাকর্মী আটক

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার:

চাঁপাইনবাবগঞ্জে গোপন বৈঠক করার সময় জামায়াতের ২০ জন নেতাকর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার এলাকায় অভিযান চালিয়ে কামরুজ্জামানের বাড়ি থেকে গোপন বৈঠক করা অবস্থায় তাদের আটক করা হয়। আজ বুধবার দুপুরে সদর থানার ওসি মোজাফফর আলী বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, মৃত এমদাদুল হকের ছেলে কামরুজ্জামান (৪৫), মৃত মুঞ্জুর হোসেনের ছেলে মোহাম্মদ উল্লাহ শাওন (৪০), সাইদুর রহমানের ছেলে হামিদুল ইসলাম (২০), মৃত কালু মন্ডলের ছেলে সাইরুল ইসলাম (৩২), মৃত আব্দুস সাত্তারের ছেলে নূর বক্স (৪৬), নজরুল ইসলামের ছেলে সদের আলী (৩৪), শুকুদ্দী মন্ডলের ছেলে ফিরোজ আলী (৩২), শাহাজাহান আলীর ছেলে সামিউল ইসলাম (২৫), আমিরুল ইসলামের ছেলে আলিউল হক (২০), মনিরুল ইসলামের ছেলে তৌহিদুল ইসলাম (২০), হুমায়ন কবির এর ছেলে ইয়াকুব আলী (২২), আব্দুল কুদ্দুস মানিক আলী (২৪), ফজলুর রহমানের ছেলে সাব্বির আলী (২৮), আকবর আলীর ছেলে কাজল আলী (২৫), শুকুরুদ্দীন এর ছেলে জহুরুল ইসলাম (৪৫), শাহজাহানের ছেলে রবিউল আওয়াল (৪৩, মনিরুল ইসলামের ছেলে নাসির উদ্দীন (৩০), তরিকুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৩৫), মনিরুল ইসলামের ছেলে শামীম উদ্দীন উরফে কাজল (৪৩), আবুল কালাম আজাদের ছেলে রাসেল আহম্মেদ (৩৪)। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার এলাকায় সকলের বাড়ি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার এলাকায় কামরুজ্জামানের বাড়িতে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে কামরুজ্জামানের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে জামায়াতের ২০ জন নেতাকর্মীকে আটক করা হয় সদর থানা পুলিশ।

পরে আজ বুধবার দুপুরে থানার উপ-পরিদর্শক অমিত কুমার পান্ডে বাদি হয়ে মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়। কোর্টে প্রেরণ করলে কোর্ট তাদের জেল হাযতে প্রেরণ করা হয়।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360