অনলাইন ডেস্ক:
জাতীয় দৈনিকের সম্পাদকদের সংগঠন ‘সম্পাদক পরিষদ’ থেকে পদত্যাগ করলেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম। মঙ্গলবার তিনি সংগঠন থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
নঈম নিজাম সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। জানা গেছে, ইংরেজি ডেইলি স্টার সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনামের গঠনতন্ত্রবিরোধী এবং অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে সম্পাদক নঈম নিজাম পদত্যাগ করেছেন।
পদত্যাগপত্রে তিনি বলেন, ‘উদ্ভূত কিছু পরিস্থিতির কারণে সম্পাদক পরিষদের সভাপতির সঙ্গে নীতিগত মনোভঙ্গি একমত না থাকার কারণে আমি সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ সংগঠনের একটি সূত্রে জানা গেছে, সংবাদপত্র মালিকদের কারো কারো বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার চালানো হলে তার প্রতিবাদ করেন নঈম নিজাম। এ নিয়ে মূলত সভাপতি মাহফুজ আনামের সঙ্গে সাধারণ সম্পাদক নঈম নিজামের মতভেদ দেখা দেয়।
এক পর্যায়ে বিষয়টি নিয়ে সভাপতির বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেয়ার কথাও বলেন সাধারণ সম্পাদক। সবশেষ তিনি সংগঠন থেকে সরে দাঁড়ালেন তিনি।
সেরা টিভি/আকিব