স্টাফ রিপোর্টার:
রাজধানীর গুলশান থানার মাদক মামলায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসার ৩ দিনের রিমান্ড ও মোহাম্মদপুর থানার মাদক মামলায় মডেল মৌ আক্তারের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। বিকেলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তারা।
এর আগে, সুষ্ঠু তদন্তের প্রয়োজনে মৌ আক্তারের দশ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এদিকে, রবিবার রাতে অভযিান চালিয়ে নিজ বাসা থেকে ফারিয়া মাহবুব পিয়াসা ও মৌ আক্তারকে মাদকসহ আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর বারিধারা ও শ্যামলীতে রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় দুজনের বাসা থেকে ইয়াবা সীসাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার হয়েছে।
২০১৭ সালের মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী। ওই ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন এই পিয়াসা। এ ছাড়া চলতি বছর গুলশানের মুনিয়া আত্মহত্যাকাণ্ডে তার নাম আবার আলোচনায় আসে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে প্রতারণাসহ নানা অভিযোগ পেয়ে রবিবার বারিধার তার ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এসময় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ হয়। এদিকে ডিবির আরেকটি দল অভিযান চালায় শ্যামলীর একটি ফ্ল্যাটে। সেখানে থেকে আটক করা হয় মডেল মৌ আক্তারকে। সেখানেও উদ্ধার হয় বিভিন্ন মাদকদ্রব্য।
সেরা টিভি/আকিব