সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:
কলম্বিয়ান পপ তারকা শাকিরার বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ তুলেছে স্পেন সরকার। সেটা আবার কীভাবে? এক দেশের নাগরিকের ওপর আরেক দেশের সরকার কর ফাঁকির অভিযোগ কেন তুলবে? আসলে, শাকিরা স্পেনেরও নাগরিক।
এই দেশটির অন্যতম সেরা ফুটবলার ডিফেন্ডার জেরার্ড পিকেকে বিয়ে করেছেন শাকিরা। সেই সূত্রে বছরের বেশিরভাগ সময় তিনি স্পেনে কাটান। ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে শাকিরা ২০০ দিনের বেশি বার্সেলোনায় কাটিয়েছেন। যেহেতু গায়িকার স্বামী জেরার্ড পিকে লিগ ফুটবলের অন্যতম দল বার্সেলোনায় খেলেন। তাই বার্সেলোনা শহরেই তাকে থাকতে হয়। বার্সেলোনার স্থানীয় একটি আদালতের দাবি, এই তিন বছরে শাকিরা মোট ৭ মিলিয়ান ডলার কর ফাঁকি দিয়েছেন। তার প্রমাণও নাকি আদালতে আছে।
বার্সেলোনার ওই আদালত গত ২০ জুলাই এ সংক্রান্ত একটি রুল জারি করেছে। সেখানে বিচারক মার্কো জেসাস জুবেরিয়াস লিখেছেন, উল্লেখিত তিন বছরে শাকিরা ২০০ দিনের বেশি সময় ধরে স্পেনে থেকেছেন। এ কারণে তিনি দেশকে কর দিতে অঙ্গীকারবদ্ধ। তবে শাকিরার প্রতিনিধি দলের যুক্তি, গায়িকার মূল বাড়ি বাহামাতে। তবে স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম বলছে, বার্সেলোনাতেও শাকিরার একটা বাড়ি আছে। সেখানে ফুটবলার স্বামী জেরার্ড পিকের সঙ্গে তিনি থাকেন। তাদের দুই সন্তানও আছে।
এই রায়ের বিরুদ্ধে শাকিরার প্রতিনিধিরা বার্তা সংস্থা সিএনএনকে বলেন, ‘এটা খুবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। এ বিষয়ে আর কোনো মন্তব্য করব না।’
স্পেনের কর আইনে বলা আছে, সেখানে যদি কেউ অন্তত ছয় মাস থাকেন, তাহলে ওই বছরে তিনি কর দিতে বাধ্য। তাই সিএনএন-এর খবরে বলা হয়েছে, এই মামলায় শাকিরা দোষী সাব্যস্ত হলে তাকে জরিমানা করা হতে পারে। এমনকি জেলেও যেতে পারেন।
সেরা টিভি/আকিব