স্পোর্টস ডেস্ক:
মেক্সিকোকে হারিয়ে টোকিও অলিম্পিকের ফাইনালে ব্রাজিল। সেমিফাইনালে মেক্সিকোকে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়েছে সেলেসাওরা। অলিম্পিকের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল, শিরোপা ধরে রাখার মিশনে টোকিওর মাঠে সেলেসাওরা। তবে ডিঙাতে হবে মেক্সিকো বাধা, ২০১২ অলিম্পিকের ফাইনালে যাদের কাছে হেরে সোনা বঞ্চিত ব্রাজিল।
ফার্স্ট হাফের তখন ১৪তম মিনিট, প্রথম সুযোগ মিস করে ব্রাজিল। একটু পরেই পেনাল্টি পায় প্রতিপক্ষরা, তবে ভিএআরে হয় বাতিল। বেশ কয়েকটি সুযোগ মিস করে মেক্সিকো। আক্রমণ আর পাল্টা আক্রমণে শেষ ফার্স্ট হাফ।
স্কোরশিটে দুদলের নামের পাশেই শূন্য, সেকেন্ড হাফে তাই বদলি খেলোয়াড় নামায় দুদলই। তবে, তাতেও আসেনি কোনো ফল। নির্ধারিত সময় শেষ হয় গোলশূন্য ড্রতে। অতিরিক্ত সময়েও আসেনি কাঙ্ক্ষিত গোল। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রথম দুই শটে স্কোর করে ব্রাজিল, অন্যদিকে দুটো শটই মিস মেক্সিকোর। তৃতীয় শটে মেক্সিকানরা গোল পেলেও টানা চার শটে স্কোর করে বিজয় উল্লাসে মাতে সেলেসাওরা।
সেরা টিভি/আকিব