স্টাফ রিপোর্টার:
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত নায়িকা পরীমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজকে মাদক মামলায় সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করবে পুলিশ। ঢাকার সিএমএম আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বিকালে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, পরীমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে পৃথক দু’টি মামলা হয়েছে। এসব মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হবে।
এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে র্যাব সদর দফতর থেকে কালো একটি মাইক্রোবাসে তাদের বনানী থানায় নেয়া হয়। পরে তাদের বনানী থানায় হস্তান্তর করে র্যাব। এরপর বনানী থানায় র্যাব বাদী হয়ে মামলা পৃথক দু’টি মামলা দায়ের করে।
সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে, পরীমণির বাসায় একটি মিনি বার পাওয়া গেছে, যা আইনসিদ্ধ নয়। ব্যক্তিগত বাসায় মিনিবার থাকতে পারে না।
সেরা টিভি/আকিব