পরীমনিকে নিয়ে মুখ খুললেন সাবেক স্বামী - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
পরীমনিকে নিয়ে মুখ খুললেন সাবেক স্বামী - Shera TV
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫১ অপরাহ্ন

পরীমনিকে নিয়ে মুখ খুললেন সাবেক স্বামী

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

অনলাইন ডেস্ক:

বিপুল পরিমাণ বিদেশি মদ ও মাদকসহ আলোচিত চিত্র নায়িকা পরীমনিকে গ্রেফতার করে র‌্যাব। বুধবার গ্রেফতারের পর বেড়িয়ে আসতে থাকে তার সব কাহিনী। আলোচিত এ চিত্র নায়িকা ২০১২ সালের ২৮ এপ্রিল যশোরের কেশবপুরের ফেরদৌস কবীর সৌরভকে বিয়ে করেন। তাদের তালাক না হলেও তৃতীয় বিয়ে করেছেন পরীমনি।

সৌরভের বাড়ি যশোরের কেশবপুর পৌর শহরের অফিস পাড়ায়। এক আবেগঘন সাক্ষাৎকারে তিনি জানান, পরীমনির সঙ্গে তার বিয়ে সংসার এবং বিচ্ছেদের কথা। তার ভাষায় ‘বেপরোয়া জীবন বেছে নেয়ার কারণে তারা ২০১৪ সাল থেকে পৃথক বসবাস করে আসছেন। এখনও তাদের আনুষ্ঠানিক আইনগত তালাক হয়নি’। সৌরভ জানান, তার দাদা বাড়ি ও পরীমনির নানা বাড়ি পাশাপাশি। তখন নানা বাড়ি থাকতেন আজকের পরীমনি। ২০১১ সালে এসএসসি পরীক্ষার পর দাদা বাড়ি গিয়ে পরিচয় হয় তখনকার শামসুর নাহার স্মৃতির সঙ্গে পরিচয় হয়।

কেশবপুরের রেজিস্ট্রি অফিসে গিয়ে তাদের বিয়ের কাগজ পত্র দেখে আসতে বলেন পরীমনির দ্বিতীয় স্বামী সৌরভ। তিনি আরও জানান, পরীমনির প্রথম স্বামীর নাম ইসমাইল হোসেন। তার বাড়ি বরিশালে।

বুধবার বিপুল পরিমাণ বিদেশি মদ ও মাদকসহ চিত্রনায়িকা পরীমনিকে আটক করে র‍্যাব। এরপর বৃহস্পতিবার তাকে গ্রেফতার দেখানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আদালত ইতোমধ্যে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360