অনলাইন ডেস্ক:
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, ভারতে প্রথম পাওয়া করোনার ডেলটা ভ্যারিয়েন্ট এখন বিশ্বের ১৩৫টি দেশে ছড়িয়ে পড়েছে।
ডেলটার দাপটেই পৃথিবীতে মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ২০ কোটির সীমানা। খবর রুশ বার্তা সংস্থা তাসের।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। গত ৩ অগস্ট সাপ্তাহিক প্রতিবেদন প্রকাশ করে ‘হু’ জানিয়েছে, করোনার আলফা ভ্যারিয়েন্ট পৃথিবীর ১৮২টি দেশে ছড়িয়েছে। এ ছাড়া গামা ছড়িয়েছে ৮১টি দেশে, আর ডেল্টা ১৩৫টি দেশে। জুলাইয়ের শেষ এক সপ্তাহ অর্থাৎ ২৬ জুলাই থেকে ১ অগস্ট পর্যন্ত পৃথিবীতে মোট ৪০ লাখ নতুন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে।
সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, শেষ এক মাস ধরে পৃথিবীর নানা প্রান্তে দ্রুত বাড়তে শুরু করছে সংক্রমণ। ভূমধ্যসাগরের পূর্বে এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিমের দেশগুলিতে যথাক্রমে ৩৭ শতাংশ ও ৩৩ শতাংশ সংক্রমণ বেড়েছে আগের সপ্তাহের তুলনায়।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় ৯ শতাংশ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। শেষ সপ্তাহে সারা বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ৮ শতাংশের কাছাকাছি। শেষ সাত দিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৪ হাজার মানুষের। ভূমধ্যসাগরের পূর্বে এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিমের অঞ্চলগুলিতে মৃত্যুর হারও বেড়েছে অনেকটাই। এই দুই অংশে ৪৮ শতাংশ ও ৩১ শতাংশ করে মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে।
সেরা টিভি/আকিব