সেরা ডেস্ক রিপোর্ট:
নিউইয়র্কের কুইন্সে অ্যাপার্টমেন্টে ভয়াবহ বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। এফডিএনওয়াই এর তথ্যমতে এলমহার্স্টের ছয়তলা আবাসিক ভবনে বিস্ফোরণের খবর পেয়ে ছুটে যায় দমকলকর্মীরা। প্রথমে দমকলকর্মীরা আবিষ্কার করে ষষ্ঠ তলার উপরে পেন্টহাউসে একটি বিস্ফোরণ হয়েছে, অ্যাপার্টমেন্ট এবং বাইরের দেয়ালের ব্যাপক ক্ষতি হয়েছে।”এফডিএনওয়াই প্রধান টমাস কুররাও বলেছিলেন। সিটিজেন অ্যাপের ভিডিওতে দেখা গেছে, ভবনের উপরের তলা থেকে বড় বড় অগ্নিশিখা দেখা যাচ্ছে, পাশাপাশি দেয়াল থেকে ইটও পড়ছে। যদিও এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, একজন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। তবে ভিকটিমের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। এফডিএনওয়াইয়ের এক কর্মকর্তা বলেন, অগ্নিকান্ড নিয়ন্ত্রন করতে গিয়ে চারজন সামান্য আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
সেরা টিভি/আকিব