স্পোর্টস ডেস্ক:
চলতি বছরের সেপ্টেম্বর মাসে বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ড দলের। সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। তবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ চলাকালে হঠাৎ শোনা যায় বাংলাদেশ আসছে না ইংলিশরা। পরে জানা গেল দুই বোর্ডের সম্মতিতেই দেড় বছর (২০২৩ সালের মার্চ) পিছিয়েছে ইংলিশদের সফর। বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি জানিয়েছেন সাকিব-রিয়াদদের বিশ্রামের জন্যই পেছানো হয়েছে এই সিরিজ।
বুধবার মিরপুরে প্রধান নির্বাহী জানান ইংল্যান্ড সিরিজ পেছানোর কারণ জানিয়ে বলেন, ‘আপনারা ইতোমধ্যে দেখেছেন যে ইংল্যান্ড সিরিজটা আমরা রিশিডিউল করেছি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে। মূলত মেন্টাল বলেন বা ফিজিক্যাল, খেলোয়াড়দের একটা রেস্ট দিতেই আমরা এই গ্যাপটা বের করেছি।’
তবে শুরুর দিকে ধারণা করা হচ্ছিল ইংলিশ ক্রিকেটারদের আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএলে অংশগ্রহণের সুয়োগ করে দিতেই বাতিল করেছিল সিরিজ।
এদিকে চলতি মাসেই ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড দল। দশদিনের ব্যবধানে খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। অস্ট্রেলিয়াকে দেওয়া নিরাপত্তার মত সফরকারী কিউইদের সিরিজে একই পরিবেশ দিতে চাইছে বিসিবি।
‘যেহেতু টানা দুইটি সিরিজ হচ্ছে, তাদের চাহিদা তো থাকবেই যে অস্ট্রেলিয়াকে যে ধরণের পরিবেশ দেওয়া হয়েছে তাদেরকেও যেন তেমনটা দেওয়া হয়। আমাদের চেষ্টা থাকবে যতটুকু এ বিষয়টাকে নিশ্চিত করা যায়। আর এই নিরাপত্তাটা কিন্তু শুধু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা বিদেশি দলগুলোর না, আমাদের খেলোয়াড়দেরও।’- বলেন বিসিবি নির্বাহী।
এদিকে অস্ট্রেলিয়া ক্রিকেটের কঠিন শর্ত গুলো ঠিকঠাকভাবে কার্যকর করেছে বিসিবি। এ কারণে বিসিবির নিরাপত্তা ব্যবস্থার প্রশাংসাও করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিসিবি নির্বাহী বলেন,
‘তারা (অস্ট্রেলিয়া) যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছে। আমার কাছে মনে হয়, তারা যেটা পেয়েছে সেটা তাদের প্রত্যাশার থেকেও বেশি ছিল। তারা হয়তো আশা করতে পারেনি এ ধরণের নিরাপত্তা ব্যবস্থা বা বায়োবাবল পরিবেশ আমরা তৈরি করতে পারব এবং তাদের চাহিদা অনুযায়ীই আমরা প্রত্যেকটা বিষয় পূরণ করতে পারব।’
সেরা টিভি/আকিব