স্টাফ রিপোর্টার:
অভিনেতা মোশাররফ করিমসহ চার জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে করা ৫০ কোটি টাকার মানহানি মামলার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে শুরুতে ‘হাই প্রেসার-২’ নামে নাটকে আইনজীবীদের হেয় প্রতিপন্ন করা হয়েছে কিনা তা তদন্ত করা হবে।
বুধবার (১১ আগস্ট) কুমিল্লা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেন। ‘হাই প্রেসার-২’ নাটকে আইনজীবীদের হেয় প্রতিপন্ন করার অভিযোগে গত ১৮ জুলাই কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতে মামলা করা হয়। কুমিল্লা জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম হোসাইনী এ মামলা করেন।
মামলায় অভিনেতা মোশাররফ করিম, অভিনেতা জামিল হোসেন, ফারুক আহমেদ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মিজান ও বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষকে আসামি করা হয়েছে। হাই প্রেসার-২ নামে নাটকে আইনজীবীদের হেয় প্রতিপন্ন করে বিকৃতভাবে উপস্থাপন করায় এ মানহানি মামলা করা হয়।
মো. রফিকুল ইসলাম হোসাইনী বলেন, আমরা আশাবাদী ন্যায়বিচার পাবো। তবে আমরা চেয়েছিলাম, আসামিদের আদালতে হাজির করা হোক। কেননা নাটকে আইনজীবীদের হেয় প্রতিপন্ন করে বিকৃতভাবে উপস্থাপন করার সব ডকুমেন্ট আমরা আদালতে উপস্থাপন করেছি। নাটকে আইনজীবীদের হেয় প্রতিপন্ন করা হয়েছে কিনা তা তদন্তের নির্দেশ পিবিআইকে দিয়েছেন আদালত।
কুমিল্লা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, মঙ্গলবার (১০ আগস্ট) এই মামলার প্রয়োজনীয় কাগজপত্র হাতে পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। মামলার পর্যালোচনা চলছে। দুই-একদিনের মধ্যে মূল তদন্ত শুরু হবে।
সেরা টিভি/আকিব