চুল পড়া রোধে ব্যাবহার করবেন যে তেল - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
চুল পড়া রোধে ব্যাবহার করবেন যে তেল - Shera TV
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:২০ অপরাহ্ন

চুল পড়া রোধে ব্যাবহার করবেন যে তেল

সেরা টিভি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

লাইফস্টাইল ডেস্ক:

কোভিড থেকে সেরে উঠলেও চুল পড়া সমস্যা কাটছে না অনেকের। তাদের জন্য আছে এক প্রায় অব্যর্থ দাওয়াই। শরীরে ভিটামিন ডি-সহ যাবতীয় খনিজ ও অন্যান্য ভিটামিন ঠিকঠাক থাকার পরও যদি চুল পড়ে তবে একটি ঘরোয়া তেল তৈরি করেই দূর করতে পারেন এ সমস্যা। এর জন্য আপনাকে বানাতে হবে মেথি তেল।

কীভাবে বানাবেন মেথি তেল?

লাগবে তিনটি উপকরণ। মাঝারি আকারের এক বোল খাঁটি নারিকেল তেল। চার টেবিল চামচ মেথিদানা ও কিছু কারি পাতা।

সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে চুলায় অল্প আঁচে ১০ মিনিট জ্বাল দিন। এরপর মিশ্রণটা ঠান্ডা করে একটি কাচের জারে ২-৩ দিন রেখে দিন। এ ২-৩ দিন তেলটি ব্যবহার করবেন। এরপর সপ্তাহে অন্তত দু’বার তেলটি ভালো করে চুল ও স্কাল্পে মাখুন। পরিবর্তনটা টের পাবেন কদিন পরই।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360