অনলাইন ডেস্ক:
তালেবান কাবুল দখল করে নেয়ার পর গতকাল (রবিবার) আফগানিস্তান ছাড়েন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। কাবুলে রাশিয়ার দূতাবাস বলছে, আশরাফ ঘানি পালানোর সময় চার গাড়ি ও একটি হেলিকপ্টার ভর্তি টানা নিয়ে গিয়েছেন। শেষমেশ হেলিকপ্টারে সব টাকা না ধরায় কিছু টাকা রেখে যেতে হয় তাকে। বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ সংস্থা আরআইএ।
কাবুলে রাশিয়ার দূতাবাসের মুখপাত্র নিকিতা ইশচেনকো বলেছেন, ‘চারটি গাড়ি টাকায় ভর্তি ছিল। একটি হেলিকপ্টারও টাকা দিয়ে পরিপূর্ণ করা হয়। শেষমেশ সব টাকা না ধরায় কিছু টাকা রেখে যেতে হয়।’ ইশচেনকো বিষয়টি বার্তা সংস্থা রয়টার্সকেও নিশ্চিত করেছেন। তথ্যের উৎস হিসেবে একজন ‘প্রত্যক্ষদর্শীর’ কথা উল্লেখ করেছেন তিনি।
আফগানিস্তান এখন তালেবানের দখলে। গতকালই তালেবান প্রেসিডেন্ট প্রাসাদ দখল করে নিয়েছে। আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের দায়িত্ব নেয়া এখন তালেবানের জন্য সময়ের ব্যাপার মাত্র। আফগানিস্তান থেকে বিদেশি কর্মকর্তা এবং নাগরিকদের সরিয়ে নেয়া হচ্ছে। বহু আফগান নাগরিক বিমানে করে আফগানিস্তান ত্যাগ করার চেষ্টা করছেন। কাবুল বিমানবন্দরের নিরাপত্তা রক্ষা করছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
সেরা টিভি/আকিব