স্টাফ রিপোর্টার:
বিএনপির ভাইস চেয়ারম্যান ও প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার তার করোনার বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেন খন্দকার মাহবুব হোসেনের জুনিয়র ও সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুদ রানা।
মাসুদ রানা বলেন, ‘স্যার রাজধানীর অ্যাপোলো হসপিটালে চিকিৎসাধীন আছেন। গতকাল সন্ধ্যায় তাকে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো আছে।’ ৮৫ বছর বয়সী খন্দকার মাহবুব সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি খালেদা জিয়ার অন্যতম আইনজীবী।
জানা যায়, করোনার শুরু থেকে প্রবীণ এই আইনজীবী বাসার বাইরে তেমন একটা বের হননি। ইতিমধ্যে তিনি করোনার দুটি টিকাই নিয়েছেন। তবে তার বাসায় আইনজীবী ও বিএনপির নেতাকর্মীরা নিয়মিত যাতায়াত করেছেন। সেখান থেকে করোনা আক্রান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।
সেরা টিভি/আকিব